
আখলাকুন নাহার রত্না
সভ্যতা বয়ে বেড়ায় তোমাকে অতি গোপনে
স্মৃতির বেলুনে তুমি আকাশময়ী ঘুরে বেড়াও
তোমাকে ধরবো বলে পাঠশালা থেকে
সার্টিফিকেট কিনেছি, অনেক চেয়ার দখলে এনেছি
তবু তোমাকে ডিঙাতে পারিনি আমি।
স্বার্থের ছোবলে ছোবলে বিষাক্ত হই দিনরাত।
অথবা কাউকে বিষদর্শন করি এটাই যেন খেলা
কিন্তু বোকার মত স্বার্থের রং চেননি, তুমি
তাই সারাবেলা দুনিয়ার খেলা ভূলে
দেয়ার খেলায় ছিলে মত্ত।
বড় চেষ্টা করি আজ তোমাকে ছুঁতে
ঠিক তোমার মত পদবী লাগাই নামের পাশে
তারপর তোমাতে পরিণত হতে চাই
তোমাকে ধরতে পারব না কেন নিজেকে প্রশ্ন করি
কিন্তু আটকে যাই এক জায়গায়,
অনেক অর্জনের সাথে শুধু হৃদয়টুকুর অর্জন
আমি করতে পারিনি-
যাকে ভর দিয়ে তোমার বিশাল হৃদয়কে ডিঙাতে পারি।