
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেক্স :
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গলা কেটে এক বাংলাদেশিকে খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এই খুনের ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মো. ওয়াসিম (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে।
নিহতের পিতা খায়েশ মিয়া জানান, সাত মাস আগে ওয়াসিম দক্ষিণ আফ্রিকা যান। সেখানে ওয়াসিম তার বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউনে থাকতেন। সেখানে জসিমের একটি ডিপার্টমেন্ট স্টোর রয়েছে। বৃহস্পতিবার রাতে ডিপার্টমেন্ট স্টোরের এক কর্মচারী ওয়াসিমকে গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা করে।
এসময় ওই কর্মচারী দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে জসিম দোকানে এসে ওয়াসিমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। শুক্রবার সকালে মুঠোফোনে ওয়াসিমের মৃত্যুর খবরটি বাড়িতে জানান জসিম।