
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
এই হারের পরও অবশ্য ৭ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ উইকেটে ও ২৯ রানে জিতেছিল মেহেদি হাসান মিরাজের দল।
পিতারমারিসবার্গের সিটি ওভাল মাঠে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ৩৭.৫ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বড় কোনো জুটিই গড়তে পারেনি তারা।
হতাশাজনক ব্যাটিং প্রদর্শনীর মাঝে বাংলাদেশের ছয় জন ব্যাটসম্যানই কেবল দুই অঙ্কে পৌঁছাতে পারে। তবে শেষ উইকেটে মোসাব্বেক হোসেন ও সঞ্জিত সাহার ৪২ রানের জুটিতে দেড়শ পেরোয় সফরকারীরা।
মোসাব্বেক সর্বোচ্চ ২৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া জাকির হোসেন ও নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে এবং পিনাক ঘোষ ১৪ ও সাহা অপরাজিত ১৩ রান করেন।
৩১ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডিন ফক্সক্রফট।
ছোট লক্ষ্যে খেলতে নেমে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে লিয়াম স্মিথের দৃঢ়তায় ১২.১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করে তারা।
উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ ৮৯ রান করে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান উইয়ান মাল্ডার করেন ৩৯ রান।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিফাত প্রধান, সালেহ আহমেদ ও মোসাব্বেক হোসেন।