
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর :
আশাশুনির ৪নং দরগাহপুর ইউনিয়ানে মোট ৭ জন প্রার্থী থাকলেও মাঠে মূলত বাংলাদেশের মূল দুটি দল আওয়ামীলীগ ও বি.এন.পির লড়াই সকলের দৃষ্টি কেড়েছে। আওয়ামীলীগের প্রার্থী শেখ মিরাজ আলী নৈাকা মার্কা ও বি.এন.পি প্রার্থী শেখ তারিকুল হাসান ধানের শীষ মার্কা নিয়ে ছুটছেন ভোটারদের দোয়ারে দোয়ারে, চাচ্ছেন ভোট ও দোয়া, দিচ্ছেন আশ্বাস , থাকবেন পাশে ও করবেন এলাকার ও মানুষের উন্নয়ন । ভোটাররা প্রার্থীদের কাছে পেয়ে জানান দিচ্ছেন তাদের চাওয়া-পাওয়া, পাচ্ছেন প্রতিশ্র“তি। সকলে দিনরাত চালিয়ে যাচ্ছেন প্রচারনা। তবে বর্তমান চেয়ারমান , আওয়ামীলীগ হতে বহি®কৃত নেতা জমির উদ্দিন এবার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার নিজ এলাকা খরিয়াটিতে তারপ্রতিদ্বন্দী প্রভাষক জাহাঙ্গীর হোসেন আনারস প্রতীক নিয়ে রয়েছেন শক্ত অবস্থানে। তবে খরিয়াটির ৪ প্রার্থীর মধ্যে উল্লেখিত দুইজনের মধ্যে সমঝতা করে একক প্রার্থী করার জোর চেষ্টাকরা হচ্ছে বলে জানা গেছে। ভোটাররা বলছেন সৎ ,যোগ্য ও গরীবের বন্ধুকে তারা বেছে নিবেন। তবে আগামী ২২ তারিখে ভোটের পর জানা যাবে কে হবেন ৪নং দরগাহপুর ইউনিয়ানের চেয়ারমান।