
শেখ আসাদুজ্জামান (মুকুল) দরগাহপুর :
শুরু হয়েছে নির্বাচনী প্রচারনা, বাজছে চারিদিকে বিভিন্ন প্রার্থীদের প্রচার মাইক, রাস্তায় রাস্তায় ঝুলছে প্রার্থীদের পোষ্টার, মাঝে মাঝে বাচ্চাদের মিছিল পুলকিত করছে সকলকে কিন্তু বাধ সেধেছে নির্বাচনী বিধিমালা ! ৩রা মার্চ দরগাহপুরে প্রতীক নির্দিষ্ট হওয়ার পরেই জমে উঠেছে নিবাচন। ১১ জন প্রার্থী চেয়ারমান পদে মনোনয়ন জমা দিলেও ৪ জন প্রত্যাহারের পর এখন মাঠে ৭ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামীলীগের ২ জন ও বি.এন.পির ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগের শেখ মিরাজ আলী নৈাকা প্রতীক, বি.এন.পির শেখ তারিকুল হাসান ধানের শীষ এবং সতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন সোহেল মামুন সাইকেল প্রতীক(আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী), জমির উদ্দিন ঘোড়া প্রতীক(আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী), মাহবুবুর রহমান হাতপাখা প্রতীক, সাইফুদ্দীন খান মটর সাইকেল প্রতীক, প্রভাষক জাহঙ্গীর হোসেন আনারস(বি.এন.পির বিদ্রোহী প্রার্থী) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পরে নড়েচড়ে বসছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারধের দোয়ারে-দোয়ারে, চাচ্ছেন দোয়া এবং ভোট, দিচ্ছেন প্রতিশ্রুতি , থাকবেন পাশে ,করবেন এলাকার উন্নয়ন। সাথে ভোটাররাও পাচ্ছে মূল্যায়ন। তবে ভোটাররা দেখছেন কে তাদের সবসময় পাশে থাকেন, সৎ ও যোগ্য প্রার্থী কে?