
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর :
২২ শে মার্চ দরগাহপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা, সতর্স্ফুত অংশগ্রহন ও শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দরগাহপুরের ৯টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। তবে রামনগর কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি হওয়ায় বিকাল ৪ঃ২৫মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আমাদের জানান শতকরা ৭৫% ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচনচলাকালীন সময়ে কোন প্রাকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এই ইউনিয়নে ৭ জন চেয়ারমান প্রার্থী হলেও মূলত আওয়ামীলীগের প্রার্থী শেখ মিরাজ আলী নৈাকা প্রতীক ও বি.এন.পি প্রার্থী শেখ তারিকুল হাসান ধানের শীষ প্রতীককের মধ্যে প্রতিদ্বন্দীতা হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী আওয়ামীলীগের শেখ মিরাজ আলী ৫২৪০ টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বি.এন.পির শেখ তারিকুল হাসান ৪৩২২ টি ভোট পেয়ে দ্বিতীয় আবস্থানে রয়েছেন এবং বর্তমান চেয়ারমান ও আওয়ামীলীগ হতে বহি®কৃত জমির উদ্দিন (ঘোড়া) ১৪৭৮টি ভোট পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছেন। নির্বাচন শেষে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকলকে ধন্যবাদ দিয়ে বলেন যে ‘এমন সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচেনে আমাদের সাহায্য করার জন্য দরগাহপুর বাসীকে ধন্যবাদ’।