
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর ঃ
আশাশুনির দরগাহপুরের খরিয়াটিতে শনিবার সন্ধায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) প্রভাষক জাহাঙ্গীর হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। তার বাড়ি ভাংচুর করা হয়েছে।
প্রার্থী জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, বহি®কৃত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা বর্তমান চেয়ারমান জমির উদ্দীনের সমর্থকরা এই হামলার ঘটনায় জড়িত। তবে বর্তমান চেয়ারম্যান জমির উদ্দিন হামলার কথা অস্বীকার করেছে
খরিয়াটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে প্রভাষক জাহাঙ্গীর হোসেনের জানান বর্তমান চেয়ারমান জমির উদ্দীন তাকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য নানান ভাবে প্রলোভোন দিয়ে আসছিল।
জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধায় জমির উদ্দিনের সমর্থকরা মিছিলি নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং লাঠি-সোটা দিয়ে বাড়ির গেইট , খোলার টালির ঘরে ও ধানের গোলা ভাংচুর করে।
এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।