
শেখ আসাদুজ্জামান মুকুল ::
বৃহষ্পতিবার বেলা তিনটায় আশাশুনির দরগাহপুর ইউনিয়ন পরিষদে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সি পি পি) এর আওতায় দরগাহপুর সিপিপি কমিটির কাছে ঘূর্নিঝড় প্রস্তুতি কালীন বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন সি পি পি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম কিবরিয়া । এসময় উপস্থিত ছিলেন দরগাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মিরাজ আলী, ইউ পি সচিব আব্দুল জলিল, দরগাহপুর ইউনিয়ন সি পি পি সাভাপতি শেখ মামরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যগন , দরগাহপুর ইউনিয়ন সি পি পি এর সকল সদস্য এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ। সি পি পি এর আওতায় দরগাহপুর সি পি পি কমিটির সদস্যদের কাছে ৫টি মেগাফোন, ৩৫ পিচ ভেস্ট ও ৩০ পিচ সংকেত পতাকা প্রদান করা হয়।