
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর:
দরগাপুরে ৮ দলীয় নক আউট ক্রিকিট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরার শেখ সহকিন স্পোটিং ক্লাবকে ৫ রানে পরাজিত করে দরগাহপুর স্পোটিং ক্লাব জয় লাভ করেছে। দরগাহপুর স্পোটিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় নকআউট ক্রিকিট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার দরগাহপুর অনুষ্ঠিত হয়।
দরগাপুর স্পোটিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩২৯রান করে। জবাবে সাতক্ষীরার শেখ সহকিন স্পোটিং ক্লাব জয়ের লক্ষে থেলতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৩২৪ রান করতে সক্ষম হয়।
ফলে ৫রানের ব্যবধানে টুর্ণমেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দরগাপুর স্পোর্টি ক্লাব। সাতক্ষীরার ফারুক ৯৯ আসাদুল ৭৫ রান করে। অন্য দিকে দরগাহপুরের রানা ৮৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ এবং মুন্না ৭১ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হন।