
বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক গৌর পদ দাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক জোসেফ সরকার, রবিন সরকার, মহাদেব দাস, মোঙ্গলা দাস, শিবুপদ দাস, বেদে সম্প্রদায়ের সভাপতি আকবার আলী, শ্যামনগর উপজেলার সভাপতি কাশিনাথ দাস, তারক কুমার দাস, কানাই দাস, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সুশান্ত দাস, দেবহাটা উপজেলার গোপাল চন্দ্র দাস, তালা উপজেলার প্রবীর কুমার দাস, গৌতম দাস, সুজিত কুমার দাস প্রমুখ। এসময় জেলা প্রশাসক বলেন, দলিত, বেদে, হরিজন সম্প্রদায়ের লোকজনও আমাদের সমাজেরই মানুষ। তিনি দলিত বেদে, হরিজন সম্প্রদায়ের সার্বিক সহযোগিতা ও পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসকের আশ্বাসে উক্ত সম্প্রদায়ের লোকজন জেলা প্রশাসক কে ধন্যবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তি