
নাজমুল হক :
মাদক ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাই-সাইকেলে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাতক্ষীরার তিন রোভার স্কাউট। ‘শিক্ষিত তরুণ ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং’ স্লোগান বুকে ধারণ করে ৫ দিনের পরিভ্রমনে রোভার স্কাউটরা ১০ জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করবে।
বুধবার রাতে দিনাজপুর পলিটেকনিক কলেজে পৌছায়। এ সময় দিনাজপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক জহুরুল ইসলামসহ অর্ধ শতাধিক রোভার স্কাউট তাদের স্বাগত জানান।
সূত্র জানান, রোভার স্কাউটের সর্বচ্চো অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট অর্জনের জন্য সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ক ইউনিটের সিনিয়র রোভার মেট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সেলিম হোসেন দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আছেন খ ইউনিটের সিনিয়র রোভার মেট ও কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মো. নজিবুল্লাহ, সহকারী সিনিয়র রোভার মেট ও একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম।
পরিভ্রমণ দলটি শনিবার সকালে রওনা দিয়ে দুপুরে যশোর এম এম কলেজে এবং রাতে ঝিনাইদহ সরকারি কে সি কলেজে অবস্থান করবে। ১৩ সেপ্টেম্বর দলটি ঝিনাইদহ থেকে রওনা হয়ে কুষ্টিয়া হয়ে রাতে পাবনা সরকারি এ্যাডওয়ার্ড কলেজে অবস্থান করে। ১৪ সেপ্টেম্বর নাটোর হয়ে রাজশাহী কলেজে রাত্রিযাপন করে। ১৫ সেপ্টম্বর দুপুরে নওগাঁ হয়ে রাতে জয়পুরহাট সরকারি কলেজে অবস্থান করে। সকালে হিলি বন্দর, বিরামপুর হয়ে পরিভ্রমণের শেষ দিনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ করে।