দশ বছর পর আবারও সালমান-প্রিয়াংকা জুটি


437 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দশ বছর পর আবারও সালমান-প্রিয়াংকা জুটি
মার্চ ২২, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ ছবিতে। এর পরই তিনি আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকা’ এবং হলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে প্রিয়াংকার ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগরীই বলিউডে ফিরছেন তিনি।

পরিচালক আলী আব্বাস জাফরের ‘ভারত ‘ ছবিতে কে হবেন সালমানের নায়িকা- এ নিয়ে এতদিন বলিউডে জোর গুঞ্জন চলছিল। একেক সময়ে একেক নায়িকার নাম শোনা গেলেও বলিউডের একটি সূত্র জানিয়েছে, ‘ভারত’ ছবির মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন ঘটছে প্রিয়াংকার। এতে সালমানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

সূত্র আরও জানিয়েছে, প্রিয়াংকা এর আগে ২০১৪ সালে ‘গানডে’ ছবিতে পরিচালক আলীর সঙ্গে কাজ করেছিলেন। এবার সালমান, প্রিয়াংকা আর আলী একসঙ্গে কাজ করবেন নতুন ছবি ‘ভারতে’।

এই ছবির মধ্য দিয়ে ১০ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-প্রিয়াংকা জুটিকে। তাদেরকে শেষে একসাথে দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘গড টুসি গ্রেট হো’ ছবিতে। এই জুটিকে আবারও একসঙ্গে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের ভক্তরা।

বর্তমানে বলিউড সুপারস্টার সালমান খান ‘রেস ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ভারত’ ছবির শুটিং শুরু হবে এই বছরের মাঝামাঝি সময়ে।

সূত্র : ইন্ডিয়া ডট কম