
কপিলমুনি প্রতিনিধি ০
কপিলমুনি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় জাফর আউলিয়া সড়ক চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, আ’লীগ নেতা যুগোল কিশোর দে, জি এম হেদায়েত আলী টুকু, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক রেজাউল করিম, আ’লীগ নেতা শেখ রেজাউল করিম, আনন্দ মোহন বিশ্বাস, দীপক কুমার মন্ডল, শেখ আঃ রব মিঠু, মাছুমা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোস্তফা কামরুজ্জামান, প্রভাষক মোমিন উদ্দীন, আব্দুল মান্নান, মধুসুদন হালদার, ওয়াহিদুজ্জামান মোড়ল, সুকুমার ঢালী প্রমুখ। উপস্থিত ছিলেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জগদীশ দে, ইউপি মেম্বর ইজাহার আলী গাজী, মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, মোঃ রবিউল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আঃ সালাম মোড়ল, আলাউদ্দিন গাজী, আজিজ বিশ্বাস, ইউনুস আলী মোড়ল, রাজ্জাক সরদার, কুমকুম দাশ, রাশিদা বেগম, শেফালী রানী মন্ডল, যুবলীগ নেতা ইমদাদুল জোয়ার্দার, সরদার জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন।