দিতির শেষ নাটক ‘মেঘে ঢাকা শহর’


440 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দিতির শেষ নাটক ‘মেঘে ঢাকা শহর’
মার্চ ১৩, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
তারকাবহুল নাটক ‘মেঘে ঢাকা শহর’। এটি রুদ্র মাহফুজের রচনায় সাখাওয়াত মানিকের পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক। অন্যদিকে প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির এটি শেষ কাজ। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ডা. এনামুল হক, ডলি জহুর, শম্পা রেজা, জিয়াউল ফারুক অপূর্ব, এফ এস নাঈম, আজমেরী হক বাঁধন, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম নাঈম, তানিয়া হোসেন, লুত্ফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, ডা. এজাজ, এফ এস নাঈম, তানভীর, রমিজ রাজু, কাজী উজ্জ্বল, মৌরি সেলিম, তিথি কবির, তানিন তানহা প্রমুখ। টাইমস ইনভিশনের ব্যানারে নির্মিত নাটকটির সূচনা সংগীত লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ এবং কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও নির্ঝর। নাটকটি আজ থেকে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলার প্রচার হবে।