দীপিকার হাতে একটাও ছবি নেই!


441 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দীপিকার হাতে একটাও ছবি নেই!
ডিসেম্বর ১৮, ২০১৫ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা.ডেস্ক :
এই বছরেই তিন-তিনটে সিনেমা ছিল তাঁর ঝুলিতে। পিকু, তামাশা, বাজিরাও মস্তানি-র মতো একটার পর একটা হিট ছবি করেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ২০১৬ টা না কি তাঁর ফাঁকাই রয়েছে!

দীপিকা পাডুকোন। এই সময়ের বলিউডের অন্যতম সেরা নায়িকা। ২০১৫ তে যাঁর দম ফেলার সময় পর্যন্ত ছিল না। ২০১৬ তে একটাও ফিল্মের অফার নেই তাঁর কাছে!

দীপিকার অবশ্য দাবি, অভিনয় জগতে নিজেকে আর আলাদা করে প্রমাণ করার প্রয়োজন নেই। বলেন, ”এখনও পর্যন্ত তেমন কোনও ভাল অফার পাইনি। পেলে করব।”