
এস কে সিরাজ, শ্যামনগর :
দুর্নীতিদমন কমিশনের চেয়ারম্যান ইকবল মাহমুদ বলেছেন, মানুসিকতার পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকদের এ ক্ষেত্রে ব্যাপক ভুমিকা রাখতে হবে। শিক্ষকরাই সমাজের পরিবর্তন আনতে। বর্তমানে আমরা দেশের দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছি। যেখানে দুর্নীতি সেখানেই আমাদেরকে প্রতিরোধ করতে হবে ।
শুক্রবার সকালে সুন্দরবনের পাদদেশ সাতক্ষীরার শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্যামনগর সততা সংঘ এই মতবিনিময় সভার আয়োজন করে।
শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা প্রসাশক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্নয়ে গঠিত সততা সংঘের সদস্যদের নিয়ে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাবেক এন বি আর চেয়ারম্যান ড, আব্দুল মজিদ, ড, মোঃ সামসুল আরেফিন, দুদকের মহা-পরিচালক , পুলিশ সুপার (পদন্নোতি) মীর মোদাচ্ছের হোসেন।
এসময় আর উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহসীন উল মুলক, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক – ই এলাহী, সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্টান পরিচালনা করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম। উপজেলার অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের শতশত ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সকল পেশার মানুষ এ মতবিনিময় সমাবেশে অংশ নেয়।