
নাজমুল আলম মুন্না :
দুর্যোগে পাব না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় এক বর্নাঢ্য র্যালী আরম্ভ হয়। র্যালীটি সাতক্ষীরা শহরের নাজমুল স্মরনী অতিক্রিম করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব প্রদান করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,এফ,এম এহতেশামূল হক।
আলোচনা সভার পূর্বে মঞ্চে সলিডারিটিজ ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে এক দুর্যোগ সহনশীল পট গান শ্যামনগরের যুব শিল্পি গোষ্টির পরিবেশন করেন । পটগান পরবর্তী এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মোঃ আব্দুর সাত্তার খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। উন্নয়ন সংগঠন ওয়ার্ল্ড ভিশন, বরসা, স্বদেশ, ব্য্্রাক, সুশীলন, ইসলামীক রিলিফ, মুসলীম এইড, জেজেএস, কারিতাস, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সলিডারিটিজহ ইন্টারন্যানাল এর সহযোগিতায় এই সকল অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন সাতক্ষীরা জেলা দুর্যোগ প্রবণ এলাকা এখানে আইলা, সিডরসহ নানাবিধ দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার সাধারণ নিরিহ নারী-শিশু বৃদ্ধসহ অনেক পশুপাখি ও বৃক্ষ। দেখা দিয়েছে ভয়াবহ বণ্যা । সেগুলো হতে রেহাই পেতে হলে আমাদের সুন্দরবনকে রক্ষা করা অতি জরুরি । সেটাকে বাস্তবে রুপ দিতে হলে দুর্যোগ প্রতিরোধে নাগরিক প্রচেষ্টা ও উদ্যোগ আবশ্যক। এছাড়া পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেতন নাগরিকদের মুখ বন্ধ রাখলে হবেনা, তাদের যথাযথ ভুমিকা রাখতে হতে। তিনি বলেন দুর্যোগ প্রতিরোধে বৃক্ষরোপনে আগ্রহি হতে হবে, তাহলে দুর্যোগকে অনেকটা সহনশীল করা যাবে। এই দুর্যোগ প্রস্তুতি দিবসে অংশগ্রহন করেন পাচ শতাধিক স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এবং ওয়ার্ল্ড ভিশনের বাস্তবায়নে দুর্যোগ প্রস্তুতি দিবসের মোহড়া অনুষ্টিত হয়।