
দুস্থ, অসহায় ও অসুস্থ শিল্পীদের কল্যানে কাজ করার জন্য বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি(বাবিসাস) পুরস্কার পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান, টিভি নাট্য পরিচালক এবং শিল্পী ঐক্য জোটের আহবায়ক জি.এম সৈকত। গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে “বাবিসাস এ্যাওয়ার্ড” অসংখ্য তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরস্কার পেয়েছেন বারী সিদ্দিকী, টেলিসামাদ, বিদ্যা সিনহা মীম,সাইমন, পরিমণি, রবি চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে জি.এম সৈকতের বাবাও উপস্থিত ছিলেন। জি.এম সৈকত বলেন- শিল্পী ঐক্য জোটের সকল সদস্য এবং সাতক্ষীরা বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জনটি আমাকে শিল্পীদের কল্যানে আরও বেশী কাজ করার উৎসাহ জাগাবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
প্রেস বিজ্ঞপিÍ