
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার সখিপুরস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় ভাব বাংলাদেশের সহযোগীতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের অসহায়, দুঃস্ধ ও ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে শ্যামনগর উপজেলার জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোট ১০৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিজনকে ১০টি করে খাতা, ২০টি কলম, ৫টি পেন্সিল, ৪টি রাবার, ৪টি সার্পনার, ১টি স্কেল, ১টি জ্যামিতি বক্স ও ১টি করে ব্যাগ প্রদান করা হয়। এই বিতরন অনুষ্ঠানে আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, ভাব বাংলাদেশের প্রজেক্ট অফিসার ফজলুল হক, আশার আলোর সুপারভাইজার রবিউল ইসলাম এবং সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষক যথাক্রমে আব্দুস সাত্তার, হাফিজুর রহমান, প্রশান্ক কুমার বৈদ্য, রাম রঞ্জন বিশ্বাস, হযরত আলী সহ শিক্ষক/শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরনগুলো শিক্ষার্থীদের শিক্ষার কাজে অত্যন্ত সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।