দেবহাটার ইউপি সদস্য নির্মল কুমারের মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬ লাভ


513 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটার ইউপি সদস্য নির্মল কুমারের মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬ লাভ
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল সাতক্ষীরা জেলার সফল ইউপি সদস্য এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মহান মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬ লাভ করেছেন। নির্মল কুমার মন্ডল ইউপি সদস্য হিসেবে সরকারী অনুদান বা বিশেষ সুযোগের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে এলাকার অবহেলিত, দুঃস্থ ও অসহায় মানুষদের কল্যানে এবং এলাকার উন্নয়নে কাজ করায় ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস সম্প্রতি ঢাকার সেগুনবাগিচায় নির্মল কুমার মন্ডলকে এই পদক প্রদান করে। দেবহাটার সখিপুরের কানাই মন্ডলের ছেলে নির্মল কুমার মন্ডল এই সম্মাননা পদক পাওয়ায় তার এলাকার মানুষদের মনে খুশীর বন্যা বইছে। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের স-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাইদ বরকন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলকে পদক তুলে দেন বিচারপতি আমীরুল কবির চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব তপন কুমার নাথ, অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (অবঃ) নাসির উদ্দীন খাঁন ও সাংবাদিক আতাউল্লাহ খাঁন। সংগঠনের ৩ সদস্য বিশিষ্ট জুরিবোর্ড নির্মল কুমার মন্ডলকে এই পদকের জন্য নির্বাচিত করেন। নির্মল কুমার জানান, তার এই সম্মাননার ভাগীদার এলাকার জনগন। তিনি বলেন, এলাকার মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, শিশুদের সুরক্ষা সহ মানুষের কল্যানে তিনি আজীবন কাজ করে যাবেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে নির্মল কুমার মন্ডল মাদার তেরেসা সম্মাননা পদক ২০১৫ লাভ করেন।