
আর.কে.বাপ্পা দেবহাটা :
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে দেবহাটার কুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল ১১ টায় জেলার বিভিন্ন এলাকার ১৩০ জনের মধ্যে হেফজুল কুরআন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি সফটরক গ্রুপের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ইমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। অনুষ্ঠানে জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আব্দুল গফ্ফার, সাধারন সম্পাদক হাফেজ আশরাফ হোসেন, সহ-সভাপতি হাফেজ জি.এম আব্বাসউদ্দীন, হাফেজ কবির হোসেন, হাফেজ জাহেদ আব্দুল্লাহ, হাফেজ ইমদাদুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষন কোর্সে সাতক্ষীরা জেলার ১৩০ জন অংশগ্রহন করছে বলে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান।