
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটার স্বনামধন্য বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি ও এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব আবুল কাশেম নির্বাচিত হয়েছেন। এর আগে নির্বাচনের মাধ্যমে শিক্ষক ৩ জন শিক্ষক প্রতিনিধি এবং ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন। এছাড়া পদাধিকার বলে প্রধান শিক্ষক আবুল কালাম সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্য হিসেবে শিক্ষক প্রতিনিধি যথাক্রমে সঞ্জীব চক্রবর্তী, হাসান রেজা মুকুল, রাজিয়া পারভিন, অভিভাবক সদস্য হিসেবে যথাক্রমে গাজী রাহাত, জুম্মান আলী, ফেরদৌস আলম, আব্দুল গনি ও ফেরদৌসি বেগম নির্বাচিত হন। বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম ইতিপূর্বে উক্ত স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেসময় স্কুলের অবকাঠামোসহ পড়াশুনার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আবারো তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
——————-
দেবহাটায় এইচএসসি পরীক্ষায় ১৪ জন অনুপস্থিত
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটায় এইচএসসি পরীক্ষায় প্রথমদিনে ১২২২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৪ জন পরীক্ষার্থী। এবছর উপজেলার ৩টি কলেজের পরীক্ষার্থীদের মধ্যে সখিপুর কেবিএ কলেজে ও সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এইচএসসি এবং দেবহাটা কলেজে এইচএসসি (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবছর সকাল ও বিকাল দুই শিপ্টে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সখিপুর কেবিএ কলেজে ৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে সকালে পরীক্ষার্থী ছিল ২৪৪ জন। তার মধ্যে অংশগ্রহন করে ২৪১ জন পরীক্ষার্থী। সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে সকালের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৪২৩ জন। তার মধ্যে অংশগ্রহন করে ৪১৫ জন। দেবহাটা কলেজে বিএম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৯৪ জন। তার মধ্যে সকালের পরীক্ষায় ১২০ জনের মধ্যে অংশগ্রহন করে ১১৭ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ জানান, অত্যন্ত শান্তিপূর্ন ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রগুলো দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান পরিদর্শন করেন।