
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটা উপজেলা সদরের দাসপাড়া কালীমন্দির কমিটির আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির নতুন কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত পূজায় সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে। ২দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত কালীপূজা অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা ৭ টায় সাংষ্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গলবার রাত ১২ টায় কালীপূজা অনুষ্ঠিত হয়। সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন দেবহাটার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডাঃ মোবারক হোসেনের নেতৃত্বে বাউল শিল্পী সুজিত কুমার, পরিতোষ মন্ডল, বিশিষ্ট শিল্পী বিথীকা রানী সহ বিভিন্ন নামীদামী শিল্পীবৃন্দ। পূজায় দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আরমান হোসেন সহ বিভিন্ন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীগন পরিদর্শন করেন। পরে পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কীর্ত্তন পরিবেশন করা হয়। বীনাপানি সম্প্রদায়ের পরিবেশনায় কীর্ত্তন পরিবেশন করে সাতক্ষীরার কমলাকান্ত সম্প্রদায়, স্বরস্বতী লীলা কীর্ত্তন সম্প্রদায় এবং কীর্ত্তনীয় নবিতা মন্ডল সাতক্ষীরা। এসময় দেবহাটা দাসপাড়া কালীপূজা মন্দির কমিটির সভাপতি শ্যামল দাস, সহ-সভাপতি বুদো দাস, সাধারন সম্পাদক বিসু দাস, সহ-সম্পাদক বাবু দাস, প্রভাষ দাস, রমেশ দাস, হোকুল দাস, বাবু দাস, কৃঞ্চ দাস, সাধন দাস, স্বপন দাস, নেপাল দাস সহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।