
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটার দেবীশহরে ট্রাকের তলায় পিষ্ট হয়ে ২য় শ্রেনীর ছাত্রীর অকাল মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে। নিহত ঐ শিশুটির নাম সাদিয়া পারভিন (০৯)। সে দেবীশহর এলাকার আব্দুল গফুরের মেয়ে। নিহত সাদিয়া গাজীরহাট শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে পড়াশুনা করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদিয়ারা ৩ বোন। ৩ বোনের মধ্যে সাদিয়া ছিল সবার ছোট। তার পিতা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করায় তার মা খুলনাতে দ্বিতীয় বিয়ে করে সেখানে থাকে। সাদিয়া ও তার মেজবোন শুক্রবার দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী এলাকায় একজন মানুষের কুলখানি অনুষ্ঠানে খাওয়ার জন্য যাচ্ছিলো। সেসময় কালীগঞ্জ দিকে থেকে যশোর ড ১১-১০০২ নম্বরের একটি ট্রাক সাতক্ষীরার দিকে যাওয়ার সময় সাদিয়াকে চাপা দেয়। এতে সাদিয়া ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং সাদিয়ার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘাতক ড্রাইভার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পৌছে ট্রাকটি আটক করে।