
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার শেখ মনিরুজ্জামানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার ২ নভেম্বর, ২২ ইং তারিখে নবনির্বাচিত জেলা পরিষদের ৪নং ওয়ার্ড নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার শেখ মনিরুজ্জামানের সাথে পৃথক পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নবনির্বাচিত সদস্যকে সরকারের উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌছাতে নিবেদিতভাবে কাজ করার পাশাপাশি মানুষ যেন কোন উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার পরামর্শ দেন।