
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার নাংলায় কমিউনিটি ক্লিনিক সার্পোট গ্রুপের ১ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় ও নাংলা কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়নে বুধবার সকাল ১০ টায় নাংলা সাইক্লোন সেন্টারের হলরুমে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আকতার হোসেন ডাবলু, বিশিষ্ট সমাজসেবক মোকছেদ আলী, সমাজসেবক মাহবুদ গাজী, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পঙ্কজ কুমার সরকার, নাংলা কমিউনিটি ক্লিনিকের সহকারী নাজমা খাতুন, স্বাস্থ্য সহকারী লিপতি রানী প্রমুখ। প্রশিক্ষনে সাধারন মানুষের স্বাস্থ্য সেবার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোকে আলোচনা করা হয়।