
আর.কে.বাপ্পা দেবহাটা:
দেবহাটার পল্লীতে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন আহত ঐ মাদ্রাসা ছাত্রের চাচা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের জামির আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম। জানা গেছে, দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের শেক সাইফুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক (১৮) ও বাদীর ভাইপো আব্দুল্লাহ আল মামুন (১৮) সাতক্ষীরা ইটাগাছা কওমি মাদ্রাসার ছাত্র। তারা উভয়ই একই ক্লাশে পড়ে। সোমবার ভোররাতে তারা দুই বন্ধু নলতা ওরজ শরিফ দেখার জন্য চাঁদপুরে আশিকের বাড়িতে আসে। পরে ফজরের নামাজ পড়ার পরে আশিক আকষ্মিকভাবে দা দিয়ে চাঁদপুর ডেলটা ফিসের পাশের আম বাগানে মামুনকে কোপাতে থাকে। এসময় মামুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আশিক পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে আশিককে গ্রেফতার করে। আহত আব্দুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মামুনের চাচা আজিজুল ইসলাম ঘটনা উল্লেখ করে দেবহাটা থানায় আশিককে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং-০৪।