দেবহাটার পারুলিয়ায় আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথসভা


364 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটার পারুলিয়ায় আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথসভা
মার্চ ১৬, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটার পারুলিয়া ইউপির আঃলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী পথসভা বুধবার বিকাল ৫ টায় পারুলিয়া রায়হান চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়া ইউনিয়ন আঃলীগ সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আঃলীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনুসর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আঃলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান মিন্নুর, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ। সভায় প্রধান অতিথি আঃলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আর সেজন্য আঃলীগের সকল প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে দেশকে বিশ্বের কাছে উন্নত দেশ হিসেবে পরিচিত করতে এবং এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এসময় আঃলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।