
আলতাফ হোসেন বাবু : পারুলিয়ায় চুলার আগুনে পড়ে অগ্নিদগ্ধ হয়েছে চার বছরের এক শিশু। অগ্নিদগ্ধ ওই শিশুর নাম ফাহিম বাবু । সে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের রানা হোসেনের ছেলে।
অগ্নিদগ্ধ শিশু ফাহিমের পিতা রানা হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ফাহিম তাদের বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে উঠানের উপর ইটের তৈরী ধান সিদ্ধ করা চুলার আগুনে পড়ে যায় ফাহিম। এসময় শিশু ফাহিম চিৎকার দিলে তার স্বজনরা অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। পরে শিশু ফাহিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয়। অগ্নিদগ্ধ শিশু ফাহিমের সুস্থার জন্য তার পিতা সকলের নিকট দোয়া কামনা করেছেন।