
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার পারুলিয়ায় সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতির ব্যবস্থাপনায় এবং ফেয়ার কম্পিউটার ও ফেয়ার মিশনের আয়োজনে ৬ষ্ঠ বার্ষিকী কম্পিউটার মেলা‘২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গন জমে উঠেছে। ইতিমধ্যে মেলা প্রাঙ্গনে এসে পৌছেছে ঢাকা, খুলনা ও সাতক্ষীরা সহ দেশের এলাকার কম্পিউটার দোকান মালিকগন। মেলার চারিপাশে রয়েছে হাতে তৈরী করা বিভিন্ন জিনিষপত্রের দোকান, বাচ্চাদের খেলা করার জন্য কম্পিউটার গেমস, আসুস সহ বিভিন্ন ল্যাপটপ শোরুম। এছাড়া রাজধানী ঢাকা-১২০৫ ৪৬/৪৮ নিউ এলিফ্যান্ট রোড, শপ-৪২৭, লেভেল-৫, সুবাস্তু অর্কেড থেকে এসেছে স্বনামধন্য লিন্যাক্স আইটি সলুন নামক কম্পিউটার দোকান। এই দোকান থেকে দর্শনার্থী বা ক্রেতারা খুবই অল্প দামে মাত্র ১০ হাজার টাকার মধ্যে পাচ্ছেন একটি ডেক্সটপ কম্পিউটার। এছাড়া এই লিন্যাক্স আইটি সলুন থেকে পাওয়া যাচ্ছে ৬টি ভিন্ন ভিন্ন প্যাকেজে কম্পিউটার। যেগুলো বাইরে থেকে ক্রয় করতে গেলে অনেক বেশী দাম দিয়ে কিনতে হবে। উক্ত দোকানের মালিক রাসেল হোসেন জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটারের কোন বিকল্প নেই। তাই ঢাকা থেকে এসে তিনি কম্পিউটার সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিক্রয় করার চেষ্টা করছেন। তিনি বলেন, দেবহাটার পারুলিয়ার মতো একটি গ্রামে এধরনের মেলা আয়োজন এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ন এবং প্রয়োজনীয়। তিনি আয়োতক কমিটিকে মেলা আয়োজন করার জন্য এবং তাদেরকে এখানে স্টল বসানোর সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। গত শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, জেলা কম্পিউটার সমিতির সভাপতি ফারখ-উল-ইসলাম, উপজেলা আঃলীগ সভাপতি মুজিবর রহমান, উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিন্নুর। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতির সাধারন সম্পাদক এবং ফয়ার কম্পিউটার ও ফেয়ার মিশনের আব্দুল কাদের মহিউদ্দীন। ৫দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত মেলা আগামী ২ মার্চ শেষ হবে বলে আয়োজক কমিটি জানান।