
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা পারুলিয়ার ফুটবল মাঠে শনিবার সকাল ৯টায় ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু খেলার একদিকে অংশগ্রহন করে পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্যদিকে অংশগ্রহন করে জোয়ার গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। অপরদিকে বঙ্গমাতা খেলায় অংশগ্রহণ করে পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্যদিকে বড়শান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় বড়শান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিন্নুর।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ইউপি সদস্য সালাউদ্দীন শরাফী। এসময় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মহব্বত আলী, প্রধান শিক্ষক মজিবর রহমান, প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ, ইউপি সদস্য ইয়ামিন মোড়ল ও মোকারম শেখ।