
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলার গাজীরহাটস্থ রামনাথপুর প্রনব মঠে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে রবিবার দুপুর ১ টায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের একটি শাখা নওগাঁ সেবাশ্রম সংঘ প্রনব মঠ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রনব মঠের সভাপতি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সংবর্ধনা সভায় বক্তব্যে ভারতীয় হাস- কমিশনার বর্তমান সরকারকে ধর্ম নিরপেক্ষ ও উন্নয়নের সরকার আখ্যা দিয়ে বলেন, এদেশে সকল ধর্মের মানুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে যার ধর্ম স্বাচ্ছন্দ্যে পালন করতে পারে। ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা এর আগমন এবং সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল আসাদ, দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
##