দেবহাটার ফাতেমা রহমান বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী


537 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটার ফাতেমা রহমান বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী
মার্চ ১৫, ২০১৮ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার স্কুল মাঠে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান বৃহষ্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে শেখ আব্দুর রহিম, আমিরুল ইসলাম, মেহের আলী, ইমাদুল ইসলাম, ফারুকুজ্জামান, শিক্ষকদের মধ্যে শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুরেন্দ্রনাথ ঘোষ, হাবিবুর রহমান ও আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসরাঈল আশেক মাগপুররের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।