দেবহাটার বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোটে ইমাদুল, রতন, মুজিবর ও আবু বকর নির্বাচিত, বাবু এগিয়ে


389 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটার বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোটে ইমাদুল, রতন, মুজিবর ও আবু বকর নির্বাচিত, বাবু এগিয়ে
মার্চ ২২, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ৯৫ হাজার ভোটার ভাগ্য নির্ধারন করলেন ১৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ আড়াই শতাধিক ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীদের। উপজেলাব্যাপী মোট ভোটার ছিল ৯৪ হাজার ৪শত ৭১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৫শত ৮৭ ও মহিলা ভোটার ৪৬ হাজার ৮শত ৮৪জন। অপেক্ষার পালা শেষ করে ভাগ্য নির্ধারন হলো চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের। এ রিপোর্ট লেখা পর্যন্ত অসর্থিত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেসরকারী ফলাফলে দেবহাটার ৫টি ইউনিয়নের মধ্যে কুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সফটরক গ্রুপের চেয়ারম্যান ইমাদুল ইসলাম আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আঃলীগ সমর্থিত আসাদুল হক। পারুলিয়া ইউপিতে গোলযোগ হওয়ার কারনে খেজুরবাড়িয়া কেন্দ্রটি প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহন স্থগিত করার কারনে ফলাফল ঘোষনা হয়নি। তবে সর্বশেষ খবর অনুযায়ী বিএনপি সমর্থিত গোলাম ফারুখ বাবু ধানের শীষ প্রতিক নিয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতন প্রতিদ্বন্দ্বী হয়েছেন আঃলীগ সমর্থিত সাইফুল ইসলাম। সখিপুর ইউনিয়নে আঃলীগ সমর্থিত শেখ ফারুক হোসেন নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান। নওয়াপাড়া ইউনিয়নে আঃলীগ সমর্থিত মুজিবর রহমান নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি সমর্থিত রেজাউল করিম। আর দেবহাটা সদর ইউনিয়নে স্বতন্ত্র আবুবকর গাজী আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আঃলীগ সমর্থিত নজরুল ইসলাম। দেবহাটা উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় মোট ৪৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টিতে ভোট গ্রহন করা হয়। ভোটকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। কয়েক স্তরের নিপাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ন ও নির্বিঘেœ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।