
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার বিভিন্ন ক্লিনিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি বিভিন্ন ক্লিনিককে নগদ জরিমানা আদায় করেছেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে এই আদালত পরিচালনা করেন।
অভিযানকালে তিনি পারুলিয়া বাজারের হাসপাতালকে ৭ হাজার টাকা, কুলিয়া আশু মার্কেটের হাবীবা সার্জিক্যাল ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।