দেবহাটার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার


479 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার
আগস্ট ২, ২০১৫ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
গত কয়েকদিনের অবিরাম বর্ষনে দেবহাটা উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকাগুলো ও ইছামতি নদীর ক্ষতিগ্রস্থ ভেড়ীবাধ রবিবার সরেজমিনে  পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। তিনি রোববার সকাল ১০ টার দিকে  আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি ভেড়ীবাধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ আশ্রয় কেন্দ্রের আশ্রিত মানুষদের সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। গত কয়েকদিনের অবিরাম বর্ষনে সাধারন মানুষ ঘর থেকে যেমন বের হতে পারছেনা, তেমনি সাধারন জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। অপরদিকে অবিরাম বর্ষনে উপজেলার অধিকাংশ মৎস্য ঘের ও নি¤œাঞ্চল তলিয়ে গেছে। অসংখ্য কাচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। আবার অন্যদিকে অতি বর্ষনে দেবহাটার ইছামতি নদীর ভেড়ীবাধের কয়েকটি জায়গা ঝুকিপূর্ন হয়ে পড়েছে। রবিবার উপজেলার ইছামতি নদীর ভাতশালা এলাকার ক্ষতিগ্রস্থ ভেড়ীবাধ সরেজমিনে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন সেখানে উপস্থিত হন। তিনি এসময় স্থানীয়েেদর সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি দেখে তাৎক্ষনিক পাউবোর চীফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। পরে তিনি সখিপুর ইউনিয়নের পানি নিস্কাশনের ড্রেন ও বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে শনিবার তিনি উপজেলার বাবুরাবাদ ঢেপুখালী সাইক্লোন সেন্টার, চালতেতলা সাইক্লোন সেন্টার, বড়শান্তা, নাজিরের ঘের সহ বিভিন্ন এলাকার বস্যার্ত খোজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন। ইউএনও তহমিনা খাতুন জানান, তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার সহযোগীতা করবে বলে জানিয়েছেন। তিনি উপজেলার নওয়াপাড়া এলাকার খাল ও শাখরা খালটি ড্রেজিংয়ের মাধ্যমে দ্রত পানি নিষ্কাষনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।