
আর.কে.বাপ্পা, দেবহাটা ॥
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অজিহার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় কুলিয়াস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরন করেন । ইন্না—-.রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
আজহারুল ইসলাম দীর্ঘদিন ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় নিজস্ব কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
##