
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার মাঘরী গ্রামের সমাজসেবিকা মরহুমা আনোয়ারা বেগমের ২১তম মৃত্যুবার্ষিকী সোমবার বাদ যোহর মরহুমার মাঘরীস্থ নিজস্ব বাসভবনে পালিত হয়েছে। মাঘরী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব খাঁনের মাতা মরহুমা আনোয়ারা বেগমের ছেলে ও মেয়েদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও তার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও পরে কাঙালী ভোজের আয়োজন করা হয়। মাঘরী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা ও আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিখ্যাত আলেম মাওঃ আমিনউদ্দীন। এছাড়া আরো আলোচনা উপস্থাপন করেন বিখ্যাত বক্তা হাফেজ কামরুজ্জামান ও হাফেজ আব্দুস সাত্তার। মাহফিলে উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, মরহুমার ছেলে আবু তৈয়ব খাঁন, সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম পল্টু সহ শতশত মুসল্লি উপস্থিত ছিলেন।