
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বেসরকারী উন্নয়ন সংস্থা সাসের উদ্যেগে সকাল ১১ টায় বক্ষব্যধির উপর বিশেষ মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় সম্পন্ন হয়েছে। সখিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া বেগম এ কার্যক্রমের উদ্ধোধন করেন। ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত থেকে সরাসরি রোগী দেখেন ডাঃ স, ম, মঈনুল হক এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডিটিসিডি, এমডি (বক্ষব্যধি-কোর্স) মেডিসিন ও বক্ষব্যধি বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ। তিনি এর পূর্বে জাতীয় বক্ষব্যধি ইনষ্টিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকায় কর্মরত ছিলেন। ক্যাম্পে ইউপি মেম্বর নির্মল কুমার মন্ডল, সাংবাদিকজি.এম আব্বাসউদ্দীন, সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সাসের ০৯টি ওয়ার্ডের স্কুল শিক্ষিকা ও স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, সখিপুর ইউনিয়নে অনেক বয়স্ক রোগী রয়েছে যারা দির্ঘদীন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে। ভাল চিকিৎসা হলে তারা বিনামুল্য সেবা পাবে এবং দ্রুত আরোগ্য লাভ করবে। এ ধরনের কর্মসূচী সখিপুর ইউনিয়নের জন্য অত্যন্ত কল্যানকর। ক্যাম্পে ইউনিয়নের সকল জনগনের জন্য ব্লাডগ্রুপিং করাছিল উম্মুক্ত। এ কাজে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবকটিম হিসেবে খুলনা থেকে এসে কাজ করেছেন খুলনা ব্লাডগ্রুপ ম্যানেজমেন্টটিম এর সদস্য এম.ডি আলামিন, জাফরিন সুলতানা বর্ষা ও মোঃ ইয়াছিন। সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন বলেন, জরুরী মহুর্তে একজন অন্যজনকে রক্তদান করবে, সবাই সবার পাশে দাড়াবে এ লক্ষ্য নিয়েই আমরা ইউনিয়নের সকল মানুষের ব্লাডগ্রুপ নির্নয় করে ডাটাবেজ করে রাখব এবং সবাইকে একটি বিশেষ ডোনার কার্ড প্রদান করা হবে যা দেখে যে কেউ যে কোন ব্যক্তির রক্তের গ্রুপ জানতে পারবে এবং অন্যকে রক্ত দিতে সহযোগিতা করতে পারবে। ক্যাম্পে বক্ষব্যধি ও এলার্জির উপর মোট ১৬০ জন ও ১৭৬ জন রক্তের গ্রুপ নির্নয় করেছেন। ০৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বর নির্মল কুমার মন্ডল বলেন, আগামীতে সখিপুর ইউনিয়নে জনগনের কল্যানে এ ধরনের আর ও ক্যাম্প অনুষ্টিত হবে এটাই সাধারন জনগনের প্রত্যাশা।