
আর.কে.বাপ্পা, দেবহাটা :
বেসরকারী সংস্থা সাসের উদ্যেগে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে বুধবার সকাল ১০ টায় নাক, কান, গলার উপর বিশেষ মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় সম্পন্ন হয়েছে। সখিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া বেগমের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্টানে সমৃদ্ধি কর্মসূচি ও ক্যম্পের উদ্দেশ্য ব্যাখ্যা করেন কর্মসূচি সমন্বয়কারী শামীম হোসাইন। বক্তব্য রাখেন সমৃদ্ধির নিজস্ব ডাক্তার মনোজ কুমার হালদার, শিক্ষা সুপাভাইজার নারায়ন ষোষ, সাসের হেড অফিস থেকে আগত প্রকল্পের ফোকাল পারসন একে এম গোলামফারুক, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ জাহিদুল ইসলাম। ক্যাম্পে ইউপি মেম্বার, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সাসের ০৯টি ওয়ার্ডের স্কুল শিক্ষিকা ও স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, এ ধরনের কর্মসূচী সখিপুর ইউনিয়নের জন্য অত্যান্ত কল্যানকর। সাধারন মানুষের ক্ষমতা নাই ভিজিট দিয়ে এ ধরনের ডাক্তার দেখানো । এছাড়া রক্তের গ্রুপ নির্নয় করা থাকলে যে কোন মমূর্ষূ রোগী নিজে রক্ত নিতে পারবেন এবং প্রয়োজনে অন্য কাউকে রক্ত দিতেও পারবেন। যে কোন সুস্থ্য মানুষ ১৮ বছর বয়স থেকে প্রতি চারমাস অন্তর যে কাউকে রক্ত দান করতে পারেন বলে চিকিৎসকবৃন্দ উল্লেখ করেন। সাস যে ব্লাড ডোনার কার্ড প্রত্যককে প্রদান করবেন তা যেন সবাই সংরক্ষণ করেন সে বিষয়ে বক্তারা সকলকে দিকিেনর্দেশনা দেন। ক্যাম্পে নাক, কান, গলার মোট ১৫৭ জন ও ১৯২ জন রক্তের গ্রুপ নির্নয় করেন। আগামীতে সাস সখিপুর ইউনিয়নে জনগনের কল্যানে এ ধরনের আরো ৪টি ক্যাম্পের আয়োজন করবে বলে সাস কর্মকর্তারা জানিয়েছেন।