
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ শাহজাহান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বৃহষ্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ডাঃ শাহজাহান আলী তার কর্মময় জীবনে অনেক মানুষের সেবা করে গেছেন। তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকাকালীন সময়ে এবং তার কর্মময় জীবনে অনেক মানুষের সেবা দিয়ে গেছেন। ডাঃ শাহজাহান নলতা হাইস্কুল থেকে এসএসসি, খুলনা বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে মেডিকেল অফিসার হিসেবে দেবহাটা হাসপাতালে যোগদান করেন। পরে তিনি দেবহাটা উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই মৃত্যুতে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, আরএমও ডাঃ বিপ্লব মন্ডলসহ বিএমএর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।