
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটার সুশীলগাতীতে শুক্রবার রাতে ৮ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগীতায় গোপাল-শান্তনু জুটি চ্যাম্পিয়ন হয়েছে। সুশীলগাতীর বন্ধু সংঘের আয়োজনে দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম তাবারক হোসেনের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত উক্ত খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত ৮ টি জুটি অংশগ্রহন করে। নকআউট পর্যায়ের উক্ত খেলায় ফাইনালে গোপাল-শান্তনু জুটি এবং টাউনশ্রীপুরের শান্ত-গোপাল জুটি অংশগ্রহন করে। খেলায় গোপাল-শান্তনু জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক নাজিমউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, দেবহাটা বিশিষ্ট ক্রীড়া সংগঠক রামকৃঞ্চ দত্ত, দেবহাটা থানার অপারেটর বশির হোসেন, শিক্ষক আবুল কালাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, নুর মোহম্মাদ প্রমুখ।