
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলার সেকেন্দারা গ্রামে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মিন্টু চন্দ্র ঘোষ (৩২)। সে সেকেন্দারা গ্রামের গোপাল চন্দ্র ঘোষের ছেলে। গোপাল চন্দ্র ঘোষের কুলিয়া বাজারে একটি পল্লী ফোনের দোকান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র মতে জানা গেছে, মিন্টু ইতিমধ্যে বিভিন্ন ব্যবসাজর্নিত কারনে কোটি টাকার উপরে দেনা হয়ে গেছে। এই নিয়ে তার পরিবারের সাথে কিছুদিন পূর্বে থেকে মানষিক অশান্তি চলছিল। যার কারনে সে রোববার সকালে তার বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মিন্টুর স্ত্রী ও ১ টি ছেলে রয়েছে বলে জানা গেছে। দেবহাটা থানার এসআই শেখ মেজবাহউদ্দীন জানান, মৃত্যুর ঘটনা জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি ইউডি মামলা হযেছে। যার নং-১০।