
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র’র ব্যাবস্থাপনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরী সহাযোগিতায় দেবহাটা উপজেলাকে অসংক্রামক রোগ নিয়ন্ত্রনের মডেল গড়ে তোলা প্রকল্পের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১১ ঘটিকায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে স্বাস্থ্যকর্মীদের মাঠ পর্যায়ের জরিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অসংক্রামক রোগ নিয়ন্ত্রন প্রকল্পের ফিল্ড অফিসার ডা. সুব্রত ঘোষে’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ -এর ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডিসি) অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. কামরুন নাহার চৌধুরী, এসিসটেন্ট প্রফেসর অব এপিডেমিওলজী, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। প্রশিক্ষণ প্রদান করেন মোঃ মনিরুজ্জামান, ন্যাশনাল কনসালটেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২১ জন স্বাস্থ্যকর্মীকে (স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী) প্রশিক্ষণ প্রদান করা হয়। স্বাস্থ্য পরিদর্শক মোঃ আজিজুল হক মাঠ পর্যায়ে অসংক্রামক রোগ জরিপের কর্মসূচী বর্ণনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান এই প্রকল্পে স্বাস্থ্য কর্মীদের ভূমিকার কথা আলোচনা করেন। তিনি প্রকল্পটিকে দেবহাটা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে পৌঁছে দেবার আহবান জানান। স্বাস্থ্য কর্মিগণ অসংক্রামক রোগ প্রতিরোধ প্রকল্পের জন্য দেবহাটা উপজেলাকে নির্বাচন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র দিক নির্দেশনায় সারাদেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রন প্রকল্পের মডেল হিসেবে দেবহাটা উপজেলাকে গড়ে তোলার প্রকল্প শুরু হয়। ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে অসংক্রামক রোগ নিয়ন্ত্রন প্রকল্প চালিত হচ্ছে। এর ফলে দেবহাটা উপজেলায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ ইতোমধ্যে অনেকাংশেই সম্ভব হয়েছে। অসংক্রামক রোগ গুলোর মধ্যে আছে ক্যান্সার, তামাক ও ধুমপান গ্রহনজনিত রোগ সমূহ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ প্রভৃতি। শুধুমাত্র খাদ্যাভাস ও জীবনাচরন পরিবর্তনের মাধ্যমে এসকল রোগসমূহ প্রতিরোধ করা সম্ভব। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে উপজেলার ১৬ টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটির নিকটস্থ ১০০ বাড়িতে নভেম্বর মাসব্যাপী উক্ত জরিপ কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার নামে অসংক্রামক রোগাক্রান্ত রোগীদের সেবা প্রদান করার জন্য একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। অসংক্রামক রোগ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ডা. সুব্রত ঘোষ, মোবাইলঃ ০১৭১১০৩১৯৮৪, ০১৯১১৭৬২১৪৩।
প্রেস বিজ্ঞপ্তি