
আর.কে.বাপ্পা দেবহাটা, সাতক্ষীরা :
দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা থানার আয়োজনে আইজিপি কাপ অনুর্দ্ধ ২১ যুব কাবাডি প্রতিযোগীতার উপজেলা পর্যায়ের বাছাই পর্বের খেলা শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
খেলায় মোট ৮ টি দল যথাক্রমে দেবহাটা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের দল, দেবহাটার আনোয়ারুল হকের দল, পারুলিয়ার আবু তালেব মোল্লার দল, কুলিয়ার রুহুল কুদ্দুস দল, নওয়াপাড়ার সাহেব আলীর দল, সখিপুরের এবাদুল মেম্বরের দল, ঈদগাহ বাজারের মোনাজাত মেম্বরের দল এবং নওয়াপাড়ার মোন্তাজ আলীর দল অংশগ্রহন করে। প্রথমার্ধের খেলায় আনোয়ারুল হকের দল, রুহুল কুদ্দুসের দল, আবু তালেব মোল্লার দল ও মোনাজাত মেম্বরের দল জয়লাভ করে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ সার্কেল এএসপি মীর মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক ও খেলা কমিটির সদস্য সচিব আনোয়ারুল হক, সাংবাদিক ও শিক্ষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, কুলিয়া পুলিশিং কমিটির সভাপতি রুহুল কুদ্দুস, শিক্ষক রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইউপি সদস্য রিপন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলার ফাইনালে দেবহাটার আনোয়ারুল হকের দল ও কুলিয়ার রুহুল কুদ্দুসের দল অংশগ্রহন করে। এতে রুহুল কুদ্দুসের দল জয়লাভ করে। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালক করেন রফিকুল ও ইসলাম ও রুহুল আমিন। সহকারী হিসেবে ছিলেন খোকন ও রুহুল আমিন। খেলা ও অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন শিক্ষক আবুল কালাম ও জিন্নাত আলী।