
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় আইজিপি কাপ অনুর্দ্ধ-২১ যুব কাবাডি প্রতিযোগীতার উপজেলা পর্যায়ের বাছাই পর্বের খেলার প্রস্তুতি সভা বুধবার সকাল ১১ টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা থানার ওসি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিন্নুর, সখিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া বেগম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুন্নাহার লতা, কুলিয়া পুলিশিং কমিটির সভাপতি রুহুল কুদ্দুস, ইউপি সদস্য মোশাররফ হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, নওয়াপাড়া পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বকুল, ইউপি সদস্য এবাদুল ইসলাম, ইউপি সদস্য মোনাজাত আলী প্রমুখ।
সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ৮ টি দলের মধ্যে উক্ত কাবাডি খেলা অনুষ্ঠিত হবে এবং ঐ একই দিনে খেলা শেষ করা সহ ওসি আজিজুল হককে আহবায়ক ও আনোয়ারুল হককে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট খেলা সুষ্টুভাবে সম্পন্নের জন্য কমিটি গঠন করা হয়।