
দেবহাটা প্রতিনিধি :
নারী অগ্রযাত্রার পথিকৃত বেগম রোকেয়া দিবস-২০১৫ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে বুধবার বিকাল ৪ টায় সংস্থার অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও কৃষি ঋণ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক ডাঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সমন্বয়কারী শাহাদাত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক শেখ আহসানুল ইসলাম, কেন্দ্র ব্যবস্থাপক প্রযতী সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে নারী ক্ষমতায়ন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন। তিনি বর্তমান সমাজে নারী’র অধিকার, সকল ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা এবং বেগম রোকেয়া’র আতœজীবনী বিশ্লেষনমূলক পর্যালোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা এবং প্রশ্নোত্তরপর্ব পরিচালনা করেন ট্রেনিং এ- মনিটরিং কর্মকর্তা শহিদুল্লাহ সরদার। কারিগরি সহযোগিতায় ছিলেন মেহেদী হোসেন সোহাগ।