
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউ-েশন (বিএনএফ) এর সহযোগিতায় ছাগল পালনের মাধ্যমে দারিদ্র বিমচন ও হতদরিদ্র পরিবারের টেকসই উন্নয়ন কর্মসূচী’র আওতায় ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও সবজী বীজ বিতরণ রবিবার বিকাল ৪ টায় সংস্থার পারুলিয়াস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি সংস্থার পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শশাঙ্ক কুমার ম-ল। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল কুদ্দুস।
উক্ত কর্মশালায় ২৮ জন প্রশিক্ষণার্থী সহ উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শেখ আহসানুল ইসলাম, ট্রেনিং ও মনিটরিং অফিসার শহিদুল্লাহ সরদার। সমগ্রঅনুষ্ঠানটি পরিচালনা করেন সুব্রত বাছাড়।