দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা


538 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা
মার্চ ৯, ২০১৮ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ॥
দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। এসময় অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে,বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা উপস্থিত ছিলেন। পরে সুধীমন্ডলী ও মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।