
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শ্বাশ্বতী ছন্দা দেবনাথ, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সাংবাদিক ও প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক হারুন-অর রশিদ প্রমুখ। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগীতায় নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশিক্ষনের মাধ্যমে যুবদেরকে ঋন গ্রহনের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে দেশের সেবায় কাজ করার আহবান জানান।